নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়।
আরও পড়ুন- টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসকের পুষ্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার খন্দকার আনোয়ার, সাবেক সহকারি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)’সহ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ।
এসময় জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।