টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

 

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়।

এরপর সকাল ৯ টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করেন যারা

রাষ্ট্রের পক্ষে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্ববক অর্পণ করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।

এরপর সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমেদ, পৌরসভার পক্ষে মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে জাফর আহমেদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া আওয়ামী লীগসহ রাজনৈতিক বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ, সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এরপর শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

আরও পড়ুন- নাগরপুরে জাতীয় শোক দিবস পালিত

আলোচনায় বক্তব্য রাখেন যারা

টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, মোঃ ছানোয়ার হোসেন এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি খন্দাকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতিক, সাবেক জেলা কমান্ডার খঃ জহুরুল হক ডিপটি, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ‘সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।