টাঙ্গাইলে সোয়া কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ৩

খবরবাংলা

কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে এক কোটি ১০ লাখ টাকার হেরোইনসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

বুধবার (৯ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা ইউনিক ডিজিটাল হসপিটাল এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে সোলেমান আলী (৫০); একই জেলার ফুলকুড়ি সিএমবি ঘাট এলাকার আব্দুর সাত্তারের স্ত্রী ফুলেরা বেগম ওরফে আখি বেগম ( ৩৫) ও রাজশাহী গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক এলাকার সাদিকুল ইসলামের ছেলে মামুন আলী ( ১৯)।খবরবাংলা

র‌্যাব-১২ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান; অর্ডিন্যান্স এবং এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড ইউনিক ডিজিটাল হসপিটালের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। খবরবাংলা

এসময় তাদের নিকট থেকে এক কেজি একশ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের মূল্য এক কোটি ১০ লাখ টাকা। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের কালিহাতী থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার