টাঙ্গাইলে ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৫ লক্ষ ১৬ হাজার ৮শ’ শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্তপ বয়সী ৫৪ হাজার ৮০০ শিশুকে একটি করে নীল রংয়ের (১ লক্ষ আই.ইউ) ও ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার একটি করে লাল রংয়ের (২ লক্ষ আই.ইউ) ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এতে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৩ অক্টোবর) সকালে তিনি এক অবহিতকরণ সভার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইলে জাতীয় ভিটামিন “এ প্লাস” ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।

আরো উপস্থিত ছিলেন, ডবিøউএইচও ডা. রিফাত আরেফিন, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. সোলায়মান হোসেন প্রমুখ।