গোপালপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন

গোপালপুর প্রতিনিধি : সারা বাংলাদেশের নেয় টাঙ্গাইলের গোপালপুরে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সকালে গোপালপুর পৌর শহরের সমেশপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো.আলিম আল রাজী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. রকিবুল হক ছানা।

এসময় উপস্থিত ছিলেন টিকাদান সুপারভাইজার মো.আব্দুর রশিদ, পৌর পরিষ্কার-পরিচ্ছন্ন পরিদর্শক মো.মাসুদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প.প. কর্মকর্তা জানান, ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দুই সপ্তাহ ব্যাপী উক্ত ক্যাম্পেইন চলবে।

গোপালপুর পৌরসভা সহ উপজেলার ৭ ইউনিয়নে মোট ১৬৮ কেন্দ্রে, ৩০ হাজার ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

৬ মাস থেকে পাঁচ বছর বয়সের শিশুদের জাতীয় ভিটামিন এই ক্যাপসুল খাওয়ানো হবে। সম্পাদনা – অলক কুমার