টাঙ্গাইলে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) একটি দল এই অভিযান পরিচালনা করে এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন – এসএসসি-২০২২ শুরু ১৫ সেপ্টেম্বর, এইচএসসি নভেম্বরে

রোববার (১৭ জুলাই) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস ব্রিফিং থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি দক্ষিণ) অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেনের দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো. নুরুজ্জামানের নেতৃত্বে কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একটি টেইলার্সের দোকানের ভিতর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিম হামজানি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মো. শাহীন আলম (৪০)।

জমি বিক্রয় বিজ্ঞপ্তি

আরো পড়ুন – হত্যাকারী আইনের আওতায় আসবে কি? শঙ্কায় নিহত শিহাবের পরিবার

এসময় তার কাছ থেকে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ ৬০ হাজার টাকা।

পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১০ (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার