টাঙ্গাইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে অবৈধভাবে মন্দিরের কার্যকরী কমিটি করে দেয়ার অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা।

টাঙ্গাইল পৌরসভার অন্তর্গত আকুর টাকুর পাড়ায় অবস্থিত শ্রীশ্রী ছোট কালিবাড়ির কার্যকরী কমিটি অবৈধভাবে গঠন করার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এই মানববন্ধন করেছেন তারা।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করেন তারা।

মন্দিরের নেতারা এ ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপিকে অভিযুক্ত করেন।

মানববন্ধন কর্মসুচিতে মন্দিরের নেতৃবৃন্দ অভিযোগ করেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম কোন নিয়ম না মেনে নিজের স্বেচ্ছাচারীতায় অবৈধভাবে এই কমিটি করে দেন।

শুক্রবার সকাল নয়টার দিকে দুলাল চন্দ্রকে সভাপতি এবং অপূর্ব দেকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা দিয়ে চলে আসেন।

এসময় আগের কমিটির কাউকে সেখানে ডাকা হয়নি।

অবৈধভাবে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম এভাবে কমিটি গঠন করেছেন বলেও অভিযোগ করা হয় মানববন্ধনে। সম্পাদনা – অলক কুমার