টাঙ্গাইল জেলা যুবলীগ নেতার উপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা; থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান লিটনের উপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ব্যাপারী পাড়ার বাসায় ফেরার পথে তার ওপর হামলা করে একদল সন্ত্রাসী।

তারা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মনিরুজ্জামানের মাথা, দুই হাত, পা ও পেটে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়।

এই ঘটনার পর লিটনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিটন সেখানে চিকিৎসাধীন আছেন।

এই ঘটনায় লিটন বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

লিটনের পারিবারিক সূত্র জানায়, অফিসের কাজ শেষে বাড়িতে ফেরার সময় আগে থেকে ওৎ পেতে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা খোকনের উপর হামলা চালায়।

তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, টাঙ্গাইল পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলার আমিনুর রহমান (আমিন) ও শহর ছাত্রলীগের সভাপতি তানজীল সহ ১৪ জন নামীয় ও ৯-১০ জন অজ্ঞাতনামা’দের আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এই ঘটনার প্রেক্ষিতে বলেন, অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।