টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে সাতজনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন।

এই আসনে মনোনয়ন পত্র জমাদানকারীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ; জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহির; বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী; ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পাওয়ার; বাংলাদেশ বৈরাবরি পার্টির (অনিবন্ধিত) পীর সৈয়দ আলমগীর হোসেন; স্বতন্ত্র নুরুল ইসলাম নুরু ও আরজু মিয়া।

বুধবার (১৫ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

৩০ নভেম্বর আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র যাচাই বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর। আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণ হবে। সম্পাদনা – অলক কুমার