টাঙ্গা‌ইলে আবারও বাড়ছে করোনায় মৃত্যু; স্বাস্থ্যবিধি মানার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হ‌য়ে মৃত‌্যুর সংখ‌্যা বেড়েছে।

এ‌তে গত ২৪ ঘন্টায় করোনা ভাইর‌াসে আক্রান্ত হ‌য়ে ৪ জনের মৃত‌্যু হয়েছে।

এ ছাড়া উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত‌্যু হয়েছে।

অন‌্যদিকে একই সময়ে জেলায় নতুন ক‌রে ১৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

জেলা সি‌ভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় ৪ জন করোনা রোগীর মৃত‌্যু হয়েছে।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত‌্যু হয়েছে। এ‌নিয়ে জেলায় ক‌রোনা ভাইরাসে সর্বমোট মৃত‌্যু হয়েছে ২৪০ জনের।

এ‌দিকে একই সময় জেলায় ৮২৯ জন ব‌্যক্তির নমুনা পরীক্ষায় ১৪৪ জন শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এতে জেলায় সংক্রমনের হার দা‌ঁড়িয়েছে ১৭.৩৭ শতাংশে। ফলে জেলায় করোনা রোগীর সংখ‌্যা দা‌ঁড়িয়েছে ১৫ হাজার ৭৬৭ জনে।

জেলা সি‌ভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবু‌দ্দিন খান বলেন, গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত‌্যু হয়েছে।

এতে কয়েক‌দিন পর ‌জেলায় করোনায় মৃত‌্যুর সংখ‌্যা বেশি হয়েছে। এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। সম্পাদনা – অলক কুমার