ধর্মান্ধ দলগুলো দেশে অস্তিতিশীল পরিস্থিতির পায়তারা করছে – টাঙ্গাইলে কৃষিমন্ত্রী

জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলগুলো বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দলগুলোও খুবই তৎপর।

তারা নানারকম ষড়যন্ত্র করছে।

তিনি শুক্রবার দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে আগামী ৭ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি পরিদর্শনকালে এ কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক আরো বলেন, সংবিধানে পরিস্কার করে বলা আছে নির্বাচনকালীন সময়ে সরকার ক্ষমতায় থাকবেন।

আর নির্বাচন পরিচালনা করা সরকারের দায়িত্ব নয়।

নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ধর্মান্ধ দলগুলো দেশে অস্থিতিশীল পরিস্থিতির পায়তারা করছে।

বিএনপি পুর্বের মতো জ্বালাও পোড়াও করবে গাড়িতে আগুন দিবে, ট্রেন লাইন তুলে ফেলবে, পুড়িয়ে মানুষ হত্যা করবে।

এটা তাদের আর করতে দেয়া হবে না।

বিএনপির কোন প্রকার আন্দোলন করতে পারবে না। বিএনপি একটা পর্যায় গিয়ে সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য আসবে আমরা সেই পরিস্থিতি সৃষ্টি করবো।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান ফজলুর রহমান খান ফারুক সংসদ সদস্য ছানোয়ার হোসেন, আহসানুল হক টিটু প্রমুখ। সম্পাদনা – অলক কুমার