নাগরপুরে ট্রাক চাপায় প্রেমিক-প্রেমিকাসহ তিনজনের মৃত্যু

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাপায় প্রেমিক-প্রেমিকাসহ তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ভোরে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলার সহবতপুর ইউনিয়নের দাসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা এলাকার আ. মান্নানের মেয়ে মমতা হিয়া সুকন্যা (১৫), করটিয়া বাইপাস এলাকার মোস্তফা মিয়ার ছেলে বাপ্পি (১৮) এবং দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আ. বারেকের ছেলে শুভ আখতার সানি (১৮)।

তাদের মধ্যে বাপ্পি ও সুকন্যা প্রেমিক-প্রেমিকা।

টাঙ্গাইল শহরের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মমতা হিয়া সুকন্যার চাচা নিরব মিয়া জানান, বাপ্পি ও সুকন্যা একে অপরকে ভালবাসতো।

ওই সম্পর্ক পরিবার মেনে নিচ্ছিল না।

পালিয়ে বিয়ে করতে সুকন্যা নাগরপুরের ধুবড়িয়া গ্রামের নানাবাড়ি থেকে বন্ধু সানির মোটরসাইকেলে ওই কিশোর-কিশোরী টাঙ্গাইলের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে নাগরপুর উপজেলার দাসপাড়ায় বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-২৭৮৭) মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সানি নিহত হয়।

পরে হাসপাতালে নেওয়ার পর বাপ্পি ও সুকন্যার মৃৃত্যু হয়।

নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহালুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরে তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।

ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। সম্পাদনা – অলক কুমার