নাগরপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে গ্রামবাসীর নামে হয়রানীমূলক মিথ্যা মামলাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে এলাকাবাসীর উদ্যোগে পাচঁতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

স্কুল পরিচলনা কমিটির সাবেক সভাপতি ও ভারড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদ মাষ্টার বলেন, মাদ্রাসার মাঠের জায়গা বেদখল করে জোরপূর্বক মাটি কেটে পুকুর খনন করার বাঁধা দেই।

পরে আমাদের বিরুদ্ধে টাঙ্গাইল কোর্টে ও নাগরপুর থানায় দুটি মিথ্যা মামলা করেন সিরাজ আল মাসুদ ও তার মা জাহানারা বেগম।

মাদ্রাসা কমিটির কোষাধ্যক্ষ শামেজ খান নিমাই বলেন, সিরাজ আল মাসুদ ও তার মা জাহানারা মিলে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।

আমরা মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের শাস্তির দাবি করছি।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মো. আক্তার হোসেন, মো. আফাজ, মঞ্জু মিয়া, খোরশেদ, আনোয়ার হোসেন, ইমাম মেকার, মো. হুমায়ুন ডাক্তারসহ মামলার সকল বিবাদীগন ও এলাকাবাসী।

তারা প্রশাসনের কাছে মিথ্যা মামলা প্রত্যাহারসহ স্কুল, মাদ্রাসার মাঠ দখল মুক্ত করার দাবি জানান।

সিরাজ আল মাসুদ বলেন, মাদ্রাসার নামে আমার দাদী কোন জমি লেখে দেননি।

তারা মাদ্রাসার পক্ষ থেকে দাদী লেখে দেওয়ার কোন দলিল দেখাতে পারেননি।

তবে ১৯৯২ সালে মাদ্রাসার নামে ১৪ শতাংশ জমি রেকর্ড হয়। বেকর্ডের বিরুদ্ধে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। সম্পাদনা – অলক কুমার