নারায়ণগঞ্জের অপহৃতকে টাঙ্গাইল থেকে উদ্ধার করল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক : নারারণগঞ্জ থেকে অপহৃত মো. আরিব (২৫) নামের এক যুবককে টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে “র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানী।

অপহরণের প্রায় ১৬ ঘণ্টা পর টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দেউপাড়া বাজার থেকে ওই অপহৃতকে উদ্ধার করা হয়; তবে এই অভিযানে কাউকে গ্রেপ্তার করতে পারেনি র‍্যাব।

শুক্রবার (০৭ মে) রাত আনুমানিক ৩টার দিকে এক বিশেষ অভিযানের মাধ্যমে ওই অপহৃতকে উদ্ধার করা হয়েছে।

অপহৃত মো. আবির নারায়ণগঞ্জের বাসিন্দা মো. আলমীর হোসেনের ছেলে। তারা চট্টগ্রামের সন্দিপ উপজেলার সারিকাইত এলাকার স্থায়ী বাসিন্দা।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ভিকটিম আবিরের সাথে অপহরণকারী সুজনের (২৫) সাথে ১ (এক) বছর যাবৎ ফেইসবুকে তাদের সর্ম্পকের সূত্র ধরে কাপড়ের ব্যবসা করার কথা বলে মো.আবিরকে মাইক্রোবাসে অপহরণ করে ঘাটাইলে নিয়ে আসে।

এসময় পরিবারের কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এসময় তাকে শারীরিকভাবে নির্যাতন করে অপহরণকারীরা।

পরে গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনার সময় অপহরণকারীরা অপহৃত আবিরকে নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি র‌্যাব।

পরে উদ্ধারকৃত আবিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।  সম্পাদনা – অলক কুমার