নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে কোচিং-এ প্রাইভেট পড়তে যাওয়ার পথে অপহরণ চেষ্টার শিকার হয়েছে এক কলেজছাত্রী।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে মহিউদ্দিন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
তবে অপহরণের মূলহোতা রায়হানসহ তার বাকি সহযোগীরা পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা বিরামদী রেলক্রসিং এলাকায় ওই কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টা করা হয়।
আটকৃত মহিউদ্দিন পৌরসভার ছাব্বিশা গ্রামের হরমুজ আলীর ছেলে ও মূলহোতা রায়হান একই গ্রামের হামিদের ছেলে ও উপজেলা ছাত্রলীগকর্মী বলে জানা গেছে।
আরো পড়ুন – সরকারি কর্মচারিরা নিজেদের মনীব ভাবে – বঙ্গবীর কাদের সিদ্দিকী
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার বিরামদী রেলক্রসিং এলাকায় মাইক্রোবাস নিয়ে একদল বখাটে যুবক কলেজছাত্রীকে অপহরণের জন্য ওৎ পেতে থাকে।
পরে ওই কলেজছাত্রী বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটেরা তাকে গতিরোধ করে অপহরণের চেষ্টা করে।
এসময় ওই কলেজছাত্রী ডাক-চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
এসময় মহিউদ্দিন নামে এক সহযোগীকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। পরে অপহরণকারী মহিউদ্দিনকে পুলিশে সোপর্দ করা হয়।
এই ঘটনা ধামাচাপা দিতে ওই কলেজ ছাত্রীর পরিবারকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কলেজছাত্রীর বাবা জানান, ওই ছাত্রলীগ নেতা রায়হান কয়েক সপ্তাহ আগেও আমার মেয়েকে রাস্তা-ঘাটে কু-প্রস্তাব দিয়েছিল।
বৃহস্পতিবার সকালে মেয়েটি প্রাইভেট পড়তে ভূঞাপুর যাচ্ছিল।
আরো পড়ুন – ৪ ঘণ্টা লাশ রাস্তায় রেখে হত্যাকারীদের শাস্তি চান মেয়ে
পথিমধ্যে বিরামদীর রেলক্রসিং নামক স্থানে রাস্তা থেকে মেয়েটিকে অপহরণের চেষ্টা করে রায়হান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা আমার মেয়েকে উদ্ধার করেছে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, রাস্তা থেকে এক কলেজছাত্রীকে অপহরণ করার সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা – অলক কুমার