ভূঞাপুর সংবাদদাতা : জ্ঞান-নির্ভর এবং ন্যায়-ভিত্তিক সমাজ নির্মাণে “পাঠাগার হোক গণমানুষের বিশ্ববিদ্যালয়” এই স্লোগানকে সামনে রেখে দেশের সকল বেসরকারি পাঠাগার নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ৩ দিন ব্যাপী পাঠাগার সম্মেলন শুরু হয়েছে।
উপজেলার অর্জুনা হাজী ইসমাইল খাঁ বেসরকারি কারিগরি কলেজ মাঠে আয়োজিত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে পাঠাগার সম্মেলনের উদ্বোধন করা হয়।
প্রথম দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঠাগার সম্মেলন কমিটির আহবায়ক আবদুস ছাত্তার খান।
এদিনের আলোচনায় অংশ নেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গ্রন্থ বিশেষজ্ঞ লেখক খান মাহবুব; উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন; উপজেলা আওয়ামী আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ; এফবিসিসিআই’র পরিচালক আবু নাসের প্রমুখ।
পাঠাগার সম্মেলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার দেশবরেণ্য কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও গবেষকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল।
সম্মেলনে দেশের ১৭০টি পাঠাগারের লোকজন সমবেত হচ্ছেন, পাশাপাশি সম্মেলনে পাঠাগারসহ বিভিন্ন স্টল অংশগ্রহণ করে।
এছাড়া তিনব্যাপী এই পাঠাগার সম্মেলনে রাতে গ্রামীণ লোকসংগীত, বাউল গান, পালাগান, জারিগানসহ রয়েছে নানা আয়োজন।
প্রথম দিনে পাঠাগারের সংকট, সম্ভাবনা, বেঁচে থাকার কৌশল, পাঠক বৃদ্ধির উপায়, সরকারের করণীয়, দাবি-দাওয়া সমাজে পাঠাগারের ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন বক্তারা।
এতে তুলে ধরা হয় গ্রাম পাঠাগারের নানাবিধ গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
এছাড়া দেশের প্রতিটা গ্রামে পাঠাগার বা লাইব্রেরি গড়ে তোলাসহ নবীন ও প্রবীণ লেখকদের নতুন নতুন লেখা বিষয়ক বক্তব্য রাখেন অনুষ্ঠানের আলোচকবৃন্দরা।
আগামি শনিবার (২৪ ডিসেম্বর) এ সম্মেলন শেষ হবে। সম্পাদনা – অলক কুমার