বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত

টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত

অলক কুমার : টাঙ্গাইলে ব্যাপক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়।

আয়োজনের মধ্যে ছিলো বর্ণাঢ্য র‌্যালি, বিশাল মোটর শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিবসটি উপলক্ষে সকালে জেলা কমিউিনিটি পুলিশিং কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখান থেকে একটি বিশাল মোটর শোভাযাত্রা বের হয়ে পুলিশ লাইন্সে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

পুলিশ লাইনসের গ্রিলশেডে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্য গম্ভীরা গান পরিবেশন করেন মধুপুর গম্ভীরা দল।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমান

এ সময় কমিউনিটি পুলিশিং কমিটি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।