খবর বাংলা ডেস্ক :
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়। খেলোয়াড়দের পারফরম্যান্সের পাশাপাশি এবার সরাসরি কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে জাতীয় দলের কোচিং স্টাফ ও প্রধান নির্বাচককে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন অসংখ্য ভারতীয় ক্রিকেট সমর্থক।
সমর্থকদের একাংশের অভিযোগ, দল নির্বাচন ও ম্যাচ কৌশল নির্ধারণে স্বচ্ছতার অভাব রয়েছে। তাদের মতে, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ভুল একাদশ নির্বাচন, দুর্বল বোলিং পরিকল্পনা এবং একাধিক কৌশলগত সিদ্ধান্ত সিরিজ হারার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
অনেক সমর্থক কোচ ও নির্বাচকদের বিরুদ্ধে ‘দায়িত্বহীনতা’ এবং ‘একক খেলোয়াড় নির্ভর দল গঠনের’ অভিযোগ তুলেছেন। তাদের দাবি, ভারতের মতো শক্তিশালী ক্রিকেট দলের জন্য ভারসাম্যপূর্ণ দল গঠনের বিকল্প নেই।
সমালোচনা আরও তীব্র হয় যখন এক সমর্থক প্রকাশ্যে অভিযোগ করেন যে, ভারতে ক্রিকেটকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তিনি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সমালোচনা করে বলেন, খেলাধুলাকে রাজনীতির হাতিয়ার বানানো ভারতীয় ক্রিকেটের জন্য ক্ষতিকর।
এ সময় সাবেক ক্রিকেটার ও রাজনীতিক গৌতম গম্ভীরকেও কড়া ভাষায় আক্রমণ করেন ওই সমর্থক। তার অভিযোগ, গম্ভীরের ভূমিকা ও মন্তব্য মাঠের বাইরের বিষয়গুলোকে অপ্রয়োজনীয়ভাবে সামনে এনে ভারতীয় ক্রিকেটে বিভাজন সৃষ্টি করছে।
যদিও সিরিজের কিছু ম্যাচে ভারত লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে, তবে সামগ্রিকভাবে বোলিং ইউনিটের ব্যর্থতা, দলগত সমন্বয়ের অভাব এবং কৌশলগত ভুল স্পষ্ট হয়ে উঠেছে। ফলে এখন অনেক সমর্থকই কোচিং কাঠামো ও নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তনের দাবি তুলছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











