ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মাভাবিপ্রবি সংবাদদাতা : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল- কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রার্থনা, মিলাদ ও দোয়া মাহফিল ইত্যাদি।

দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করে কর্মসূচির উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

এ সময় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সকাল পৌনে ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।

বাদ যোহর বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোষ্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বঙ্গবন্ধু পরিষদ।

এছাড়াও অফিসার্স অ্যাসোসিয়েশন, ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। সম্পাদনা – অলক কুমার