নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারে এই অভিযান পরিচালিত হয়।
টাঙ্গাইলের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে এই তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
আরো পড়ুন – ডিএনএ টেস্টে সহযোগিতা করছেন না বড় মনির : আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ
অভিযানে অনুমোদনহীনভাবে এবং অধিক দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয় করায় সাগর এন্টারপ্রাইজকে তিন হাজার, হাজী ইলেকট্রনিক্স তিন হাজার, সুমন ইলেকট্রনিক্সকে তিন হাজার, এবং প্রতিশ্রুত সেবা যথাযথাবে প্রদান না করায় হামিদপুর ডেন্টাল কেয়ারকে দুই হাজার টাকা ব্যবস্থায় জরিমানা করা হয়।
অভিযানে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এবিষয়ে টাঙ্গাইলের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম বলেন, অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
আরো পড়ুন –
ব্যবসায়ীদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।
এসময় তিনি আরো বলেন, জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন জেলা পুলিশ টাঙ্গাইল।