মাদক খাইয়ে স্বামীর সব সম্পত্তি লিখে নিলেন দ্বিতীয় স্ত্রী

স্বামীকে মাদক খাইয়ে সম্পত্তি লিখে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : স্বামীকে ফিরে পেতে ও দুই ছেলের অধিকার আদায়ের দাবিতে সংবাদ সম্মেলনে করেছেন মোছা. আখিনুর আক্তার নামের এক গৃহবধু।

রোববার (১৫ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।

মোছা. আখিনুর আক্তার শহরের বেড়াডোমা এলাকার মো. জহিরুল ইসলামের স্ত্রী।

আরো পড়ুন – বাসাইল সদর ইউপি নির্বাচনে সোহেলের বিপক্ষে সোহেল

সংবাদ সম্মেলনে আখিনুর আক্তার জানান, ১৭ বছর পূর্বে জহিরুল ইসলামের সাথে তার বিয়ের পর তিনি জানতে পারেন তার স্মামী মাদকাসক্ত।

মাদকাসক্ত স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করেও তার দুটি ছেলে সন্তান জন্ম হয়। প্রথমটি আনন (১৫) ও দ্বিতীয়টি রেজুয়ান (৭); ছেলে দুটি আখিনুর আক্তারের হেফাজতে লেখাপড়া করছে।

অপরদিকে তার স্বামী জহিরুল ইসলামকে শহরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা করার ব্যবস্থা করেন।

তবে পরবর্তীতে সে আবার মাদকাসক্ত হয়ে পরেন। এ সময় কেউ মাদকদ্রব্য কিনে দিয়ে তার স্বামীকে জমি লিখে দিতে বললে জহিরুল তা লিখে দিতেন।

আরো পড়ুন – সাগরদিঘি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ!

তিনি জানান, এ সুযোগ নিয়ে বাড়ির কাজের মেয়ে রহিমা বেগম কৌশলে তাকে বিয়ে করেন। তার স্বামী দ্বিতীয় বিয়ের পর তিনবার তালাক ও তিন বিয়ে করেছেন রহিমা বেগমকে।

পরবর্তীতে রহিমা বেগম ও তার বাবা বাদশা মিয়া তাদের হেফাজতে রেখে জহিরুল ইসলামকে মাদকদ্রব্য কিনে দিয়ে আসক্ত অবস্থায় তার কাছ থেকে তিনতলা ভবন ও জমি লিখে নিয়েছেন দ্বিতীয় স্ত্রী।

জমি বিক্রয় নোটিশ

বাকি কিছু জমি বিক্রির জন্য স্থানীয় দালালদের সাথে আতাত করেছেন।

আখিনুরের বক্তব্য –

গৃহবধু আখিনুর আক্তার বলেন, বাকি সম্পত্তি আত্মসাৎ না করে তার দুই ছেলে আনন ও রেজুয়ানের ভবিষ্যতের কথা চিন্তা করে তা রেখে দেয়া প্রয়োজন।

জমি বিক্রি না করার অনুরোধ করায় রহিমা বেগম ও তার লালিত সন্ত্রীসারা আখিনুর আক্তারকে হত্যা করে লাশ গুমের হুমকি দিচ্ছেন।

এছাড়া ওই বাড়ি থেকে তাদেরকে বের হয়ে যেতে বলছে সন্ত্রাসীরা। বের না হলে দুই ছেলেকে হত্যার হুমকি দিচ্ছে তারা।

এছাড়াও রহিমা বেগমের নিয়ন্ত্রণে থাকা তার স্বামীকে হত্যা করে আখিনুরের বিরুদ্ধে মামলা দেয়ারও হুমকি দিচ্ছেন তারা।

অপরদিকে আখিনুরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও জানান তিনি।

আখিনুর আক্তার এর দাবি, আমার স্বামীকে ফিরে পেতে চাই। দুই সন্তানের অধিকার ফিরিয়ে দিতে চাই।

আরো পড়ুন – ঘাটাইলে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ফাটল, বিরাজ করছে আতঙ্ক

আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে তা বন্ধ করা হোক। স্বামীকে নিয়ে তার বাড়িতেই বসবাস করতে চাই।

আয়োজিত সংবাদ সম্মেলনে আখিনুর আক্তার ও তার দুই ছেলেআনন (১৫) এবং রেজুয়ান (৭) উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার