মাদক ব্যবসায়ীদের হুশিয়ারি করে মাইকিংয়ে ভূঞাপুরে তোলপাড়

ভূঞাপুরে মাদক ব্যবসার বিরুদ্ধে মাইকিং

ভূঞাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক ব্যবসা বন্ধ না করলে মাদক ব্যবসায়ীর পিঠের চামড়া তুলে নেয়ার হুশিয়ারি করে এলাকায় মাইকিং করেছে এক দিপু নামের যুবক।

এসময় ওই ব্যবসায়ীর বাড়ির সামনে শনিবার সন্ধ্যায় সমাবেশে অংশগ্রহণের জন্য এলাকাবাসীকে আহবান জানানো হয়।

এমন একটি ভিডিও রবিবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আরো পড়ুন – টাঙ্গাইলে বিএনসিসি’র এক্স-ক্যাডেট এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

মাদক ব্যবসায়ী মাসুদ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়ার দক্ষিণপাড়া গ্রামের এনায়েতের ছেলে।

মাইকিংকারী দিপু মোল্লা একই গ্রামের আমির হামজা মোল্লার ছেলে।

এদিকে উপজেলায় মাদকের বিস্তার বৃদ্ধি পেয়েছে। মাদক সেবকরা হাত বাড়ালেই পেয়ে যাচ্ছে মাদক।

বিস্তার ঠেকাতে কার্যকর কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। ভয়াবহ এমন মাদকে জড়িত জনপ্রতিনিধিরাও।

মাইকিং করে দিপু মোল্লা বলেন, ‘কয়েড়া ঈদগাঁ মাঠ সংলগ্ন মাদক সম্রাট হিরোইন খোর ও ইয়াবা ব্যবসায়ী মাসুদ দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচার সাথে জড়িত।

যা রাষ্ট্রের জন্য ভয়ংকর। এলাকায় মাদক কারবারী করলে মাসুদের পিঠের চামড়া থাকবে না।

‘তাই শনিবার সন্ধ্যার পর মাসুদের বাড়ির সামনে মাদকবিরোধী গণসভার আয়োজন করা হয়েছে। এলাকার সকলের উপস্থিত কামনা করছি।

অনুরোধক্রমে- নলুয়া ও কয়েড়া ঈদগাঁ মাঠের সাবেক সভাপতি মো. খসরু মিয়া, কয়েড়া ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল সরকার ও সমাজ সেবক তুলা শেখ।

জানা গেছে, কয়েড়ার মাসুদ, মাইকিংকারী দিপুর বাবা আমির হামজা মোল্লা ও পার্শ্ববর্তী অলোয়া ইউনিয়ন পরিষদের নলুয়ার ৭ নং ওয়ার্ডের সদস্য সুমন মিয়াসহ কয়েকজন এলাকায় নিয়মিত মাদক সেবন করতো।

আরো পড়ুন – সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষক এখনো সক্রিয় ছাত্রলীগের রাজনীতিতে

এদের মধ্যে মাসুদ ও ইউপি সদস্য সুমনকে মাদক থেকে ফেরাতে তাদের পরিবার একাধিকবার মাদকাসক্ত কেন্দ্রে (রিহাব সেন্টার) পাঠিয়েছিল।

কিন্তু সেখান থেকে আসার পর এলাকায় তারা আবারও মাদক সেবনে জড়িয়ে পড়ে।

এই বিষয়ে মাইকিংকারী দিপু ও মাদক ব্যবসায়ী মাসুদের সাথে মোবাইলে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।

স্থানীয় ও জনপ্রতিনিধিদের কথা –

গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল সরকার বলেন, মাইকিংকারী দিপু তার বাবাকে একাধিকবার মাদক সেবন থেকে বিরত থাকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

এলাকার মাসুদ ও ইউপি সদস্য সুমনের সাথে তার বাবা মাদক সেবন করতো।

মাদক নিয়ে হয়ত মাসুদের সাথে তাদের তর্কাতর্কি হয়েছে যার প্রেক্ষিতে মাসুদের বিরুদ্ধে এলাকায় মাইকিং করেছে দিপু।

শনিবারের মাইকিং করার ঘটনার ভিডিও রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই।

পরে দিপুর কাছে বিষয়টি জানতে চাইলে সে দুঃখ প্রকাশ করে।

অলোয়া ইউনিয়নের মেম্বার সুমন ও মাসুদকে একাধিকবার রিহাব সেন্টারের রেখেছিল তার পরিবার। কিন্তু তারা ভাল হয়নি। এলাকায় এসে আবারও নেশায় জড়িয়ে পড়ে।

আরো পড়ুন – সাবেক কৃষিমন্ত্রীর আপন ভাইয়ের বিরুদ্ধে কৃষি জমি দখল ও মাটি ভরাটের অভিযোগ

গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকায় মাইকিংয়ের বিষয়টি জানা নেই।

পুলিশের বক্তব্য –

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, মাইকিংয়ের বিষয়টি জানিনা।