মালয়েশিয়ায় পরিচ্ছন্নতা সেক্টরের জন্য অনুমোদিত ওয়ার্ক পারমিট নিয়ে শিল্প কারখানায় কাজ করাকে সম্পূর্ণ অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। অথচ, এমন ভিসা নিয়েই কারখানায় কাজ করার অভিযোগে দেশটির ইমিগ্রেশন বিভাগ ৩০৬ জন বাংলাদেশিকে আটক করেছে।
গত বুধবার (৬ আগস্ট) বুকিত মের্তাজামের সিম্পাং আমপাট এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩০৭ জন বিভিন্ন ইমিগ্রেশন আইনের লঙ্ঘনে জড়িত ছিলেন বলে চিহ্নিত করা হয়।
আটকদের মধ্যে ৩০৬ জন বাংলাদেশি এবং একজন নেপালি। তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। পরিচ্ছন্নতা ভিসা থাকার পরও কারখানায় কাজ করায় তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়।
আটকদের ইমিগ্রেশন অফিসে জিজ্ঞাসাবাদ শেষে জাওয়ি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।
এই অভিযানে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ (JPN), সেবারাং পেরাই সিটি কাউন্সিল (MBSP) এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (JKKP) একযোগে অংশ নেয়।