মালয়েশিয়া সরকার বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (MEV) সুবিধা চালু করেছে। গতকাল, শুক্রবার (৭ আগস্ট) থেকে এই নতুন ভিসা কার্যকর হয়েছে। এর আগে, ১৫ জুলাই মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাল্টিপল এন্ট্রি ভিসার মাধ্যমে দেশে ও দেশের বাইরে অবস্থানরত অভিবাসী কর্মীদের যাতায়াত আরও সুবিধাজনক ও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। এছাড়া, ইমিগ্রেশন পাসের অপব্যবহারও কমিয়ে আনা যাবে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, এই সুবিধাটি বৈধ পিএলকেএস (PLKS) ধারকদের জন্য প্রযোজ্য হবে। আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে ইমিগ্রেশন বিভাগ মাল্টিপল এন্ট্রি ভিসার সমন্বয় করবে এবং আগামী বছর পিএলকেএস বর্ধিত করার সময় ভিসা প্রদান কার্যক্রম শুরু হবে।
এতে দেশের ভেতরে ও বাইরে থাকা কর্মীদের যাতায়াত সহজ হবে এবং বিভিন্ন দেশের মালয়েশিয়া মিশনে নতুন ভিসা আবেদনকারীদের ভিড়ও কমে যাবে।
বাংলাদেশি প্রবাসীরা এবার যেকোনো সময় দেশে আসা-যাওয়া করতে পারবেন, যা আগে সিঙ্গেল এন্ট্রি ভিসার কারণে সীমাবদ্ধ ছিল।
গত মে মাসে বাংলাদেশি প্রতিনিধিদল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা বিষয়ক বিষদ আলোচনার পর ১০ জুলাই মালয়েশিয়া সরকার এই সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক পরিপত্র জারি করে।
উল্লেখ্য, মালয়েশিয়া বর্তমানে ১৫টি দেশের কর্মী নিয়োগ করে, কিন্তু বাংলাদেশি কর্মীদের জন্য আগে শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা তাদের যাতায়াতে অসুবিধার কারণ ছিল।
এই মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হওয়ার ফলে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা একাধিক যাতায়াতের সুবিধা পেয়ে স্বস্তি পাবেন।