মির্জাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে পৌর বিএনপির উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে ও বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, মেইন রোড, মসজিদ মার্কেটসহ শহরের বিভিন্ন স্থানে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচীতে নেতৃত্ব দেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা।
আরো পড়ুন – টাঙ্গাইলের পাঁচ হেবিওয়েট প্রার্থীর প্রতীক ঈগল, দুইজনের ট্রাক
এসময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে ‘ডামি নির্বাচন’ বর্জন এবং ‘অবৈধ সরকার’ এর বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষণা করা হয়েছে।
অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
এছাড়া দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিথ্যা ও গায়েবি মামলায় আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
তারেক রহমানের সেই আহবান জনগণের মধ্যে পৌছে তিনি মির্জাপুর পৌর বিএনপির উদ্যোগে গত দুই দিন ধরে তারা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।
এ সময় হযরত আলী মিঞার সঙ্গে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলাম, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি শামসুজ্জামান লিটন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, পৌর যুব দলের আহবায়ক হামিদুর রহমান লাঠুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।