দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : টাঙ্গাইল

টাঙ্গাইলের পাঁচ হেবিওয়েট প্রার্থীর প্রতীক ঈগল, দুইজনের ট্রাক

টাঙ্গাইলের পাঁচ হেবিওয়েট প্রার্থীর প্রতীক ঈগল, দুইজনের ট্রাক

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে।

আওয়ামী লীগ ও অন্যান্য দলের প্রার্থীদের জন্য দলীয় প্রতীক নৌকা পূর্ব নির্ধারিত।

অন্যদিকে বৈধতাপ্রাপ্ত স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত প্রতীক বরাদ্দ করা হয়।

এবার টাঙ্গাইলের আটটি আসনের আওয়ামী লীগের চার স্বতন্ত্র প্রার্থীর প্রতীক হলো ঈগল।

এরা হলেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।

আরো পড়ুন – মির্জাপুরে ট্রাকের চালক হলেন উপজেলা আ’লীগের নেতারা

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাবেক সংসদ সদস্য ও বর্তমান সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে আমানুর রহমান খান রানা।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমু।

এছাড়াও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বাধীনতার ইশতেহার পাঠক ও সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের কন্যা সারওয়াত সিরাজ ওরফে শুক্লা সিরাজও (বিএনপি পরিবারের সন্তান) ঈগল পাখি প্রতীক পেয়েছেন।

অন্যদিকে জেলার দুটি আসনে আরো দুইজন হেবিওয়েট প্রার্থী রয়েছে।

এরা হলো- টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে সদ্য পদত্যাগ করা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু।

তাঁরা দুইজনই ট্রাক প্রতীক পেয়েছেন।

এছাড়াও টাঙ্গাইল-৫ (সদর) আসনে মুরাদ সিদ্দিকী মাথাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরো পড়ুন – টাঙ্গাইলের ছয় আসনে আওয়ামী লীগের ৮ স্বতন্ত্র প্রার্থী

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দল বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় নির্বাচনকে প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক করতে দলীয় প্রার্থীরাও স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন।

দলের এই সিদ্ধান্তে টাঙ্গাইলের আটটি আসনে আওয়ামী লীগের জেলা ও উপজেলা আওয়ামী লীগের কমিটিতে থাকা ও আওয়ামী পরিবার হিসেবে চিহ্নিতদের মধ্য থেকে ছয় জন হেভিওয়েট নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।