দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : টাঙ্গাইল-৭ (মির্জাপুর)

মির্জাপুরে ট্রাকের চালক হলেন উপজেলা আ’লীগের নেতারা

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ

মির্জাপুর প্রতিনিধি : নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে বিগত দিনের রাজনৈতিক দ্বন্দ্ব।

স্থানীয় সংসদ সদস্যদের সাথে উপজেলা আওয়ামী লীগের গড়ে উঠা দূরত্ব প্রকাশ পাচ্ছে নির্বাচনকে সামনে রেখে।

সেই রেশেরই একটি প্রকাশ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন।

এই আসনে দীর্ঘদিন যাবত স্থানীয় সংসদ সদস্যের সাথে উপজেলা আওয়ামী লীগের একটি বৈরি সম্পর্ক বিরাজ করছে।

আরো পড়ুন – টাঙ্গাইলে মুরাদ সিদ্দিকীসহ ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

স্থানীয় সংসদ সদস্য বিভিন্ন সময় বলেছেন, তিনি সবাইকে নিয়ে কাজ করছেন।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের অভিযোগ, এমপি তার বাবার পরিচয় ব্যবহার করে নিজের মতো করে কাজ করেন।

উপজেলা আওয়ামী লীগের সাথে তার কোন সম্পর্ক নাই।

এই পরিস্থিতিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল আবারো খান আহমেদ শুভকে মনোনয়ন দিয়েছে।

কিন্তু বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশ না নেয়ায় আওয়ামী লীগ থেকে ডেমি বা স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করতে পারবেন বলে ঘোষনা আসে।

এমন ঘোষনার প্রেক্ষিতে এই আসনে (মির্জাপুর) বর্তমান সংসদসহ পাঁচজন মনোনয়ন পত্র কিনেছিলেন।

সবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মীর এনায়েত হোসেন মন্টু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন দিয়েছেন।

সেই সাথে তাকে সমর্থন দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অধিকাংশ নেতা।

সোমবার বিকেলে এ উপলক্ষে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আয়োজিত জনসমাবেশ থেকে তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন ঘোষণা করেন।

এ আসনে নৌকার মনোনয়ন চেয়ে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ড. মেজর (অব:) আব্দুল হাফিজ, কার্যনির্বাহী সদস্য রাফিউর রহমান ইউসুফজাই সানি।

আরো পড়ুন – টাঙ্গাইলের ছয় আসনে আওয়ামী লীগের ৮ স্বতন্ত্র প্রার্থী

তবে নৌকার মনোয়ন পান বর্তমান সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ।

পরে মনোনয়ন প্রত্যাশী ওই চার নেতা স্বতন্ত্র প্রার্থী তিন বারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন করেন।

সভায় যারা উপস্থিত ছিলেন –

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে বক্তৃতা করেন স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু ছাড়াও বক্তৃতা করেন মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ড. মেজর (অব:) আব্দুল হাফিজ, কার্যনির্বাহী সদস্য রাফিউর রহমান ইউসুফজাই সানি।

আরও বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা মীর দৌলত হোসেন বিদ্যুৎ ও উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ।

আরো পড়ুন – টাঙ্গাইলে নির্মিত হচ্ছে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র

সমাবেশ পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিডেটের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির।

জনসমাবেশে এ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও শতশত সাধারণ মানুষ যোগদান করেন।