মুজিববর্ষ উপলক্ষে ঘাটাইলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

টাঙ্গাইলের ঘাটাইলে মুজিববর্ষ উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে। আলোক হেলথ কেয়ার লিঃ ও আলোক ফাউন্ডেশন হাসপাতাল সোমবার (২ মার্চ) থেকে ১৫দিন ব্যাপি এ ক্যাম্পের আয়োজন করেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার সকালে উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাইফুর রহমান খান।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আগামী (১৭ মার্চ) পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুস্থ, গরীব ও অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হবে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোক হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান এমএ মজিদ মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিবিজি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, সাবেক পৌরসভার মেয়র আব্দুর রশিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, মাসুদুর রহমান আজাদ, জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস, আলোক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে আলোক ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করা হয়।