ম্রো জনগোষ্ঠীকে উচ্ছেদের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বান্দরবানের চিম্বুক পাহাড়ে ম্রো জনগোষ্ঠীকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় টাংগাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাংগাইল জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সিকদার গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান বান্দরবানের চিম্বুক পাহাড়ে বসবাসরত ম্রো আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ করে হোটেল নির্মাণ কাজ বন্ধের দাবি করছে। তাদের উচ্ছেদ করা চলবে না।

এসময় বক্তারা আরো বলেন, এই চিম্বুক পাহাড়ে হোটেল নির্মান করা হলে সেখান থেকে অনেক গাছ কাটা পড়বে।

প্রাকৃতিক পাহাড়ের ভূ-প্রকৃতিগত পরিবর্তনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বলে উল্লেখ করেন বক্তারা।

এসময় তারা পাহাড়ে হোটেল নির্মাণ কাজ বন্ধের দাবি জানান।

প্রতিবাদ মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাংগাইল জেলা শাখার আহবায়ক ফাতেমা রহমান বীথি।

আরো উপস্থিত ছিলেন, তাওহীদা ইসলাম স্বপ্নীল, মাহাদির খান ভাসানী ও এস.এম. ফয়সাল।