সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় মারধর করার অভিযোগ উঠেছে।
উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভুয়াইদ মাজার পাড় এলাকার নজরুল ইসলামের স্ত্রী জয়নবের (৪৫) ওপর পাশবিক এ নির্যাতন চালানো হয়।
এ ঘটনায় নজরুল ইসলাম বাদি হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।
মামলায় শুক্রবার রাতে প্রধান আসামি ফজলু মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, নজরুল ইসলামের ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো।
এর ধারাবাহিকতায় গত ৫ মে (বৃহস্পতিবার) সকালে ফজলু মিয়া, মজনু মিয়া, রফিকুল ইসলাম, মজনু মিয়ার ছেলে স্বপন, জাকারিয়া, ফিরোজা বেগম, জেসমিন, জুয়েল ও সোহাগ জোর পূর্বক নজরুলের জমি দখলের চেষ্টা করে।
এতে নজরুলের স্ত্রী জয়নব প্রতিবাদ করতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করে।
পরে তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরো পড়ুন – ঘাটাইলে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ফাটল, বিরাজ করছে আতঙ্ক
নির্যাতিত গৃহবধুর বক্তব্য –
গৃহবধূ জয়নব বলেন, জায়গা-জমি নিয়ে ওদের সঙ্গে বিরোধ চলছিল। জোর করে ওরা জমি দখলের চেষ্টা করে।
এতে বাঁধা দিলে মজনু মিয়া তার বাহিনী নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে।
ওরা সবাই মিলে আমাকে অর্ধ বিবস্র করে মাটিতে ফেলে বেধড়ক পিটিয়েছে।
আরো পড়ুন – টাঙ্গাইলে চেয়ারম্যানের বিচারের দাবিতে ইউপি সচিবদের স্মারক লিপি প্রদান
এতে আমার মাথা ফেটে যায় এবং একটি পা ভেঙে গেছে। আমি এ হামলার বিচার চাই।
জয়নবের স্বামী নজরুল ইসলাম বলেন, অনেক দিন ধরে আপন ভাইদের সাথে আমার জমি নিয়ে বিরোধ চলছিলো।
ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না। এই সুযোগে ওরা আমার জমি দখলের চেষ্টা করে। এতে আমার স্ত্রী বাঁধা দিলে তাকে ব্যাপক মারধর করে।
পরে ওরা আমার মায়ের থাকার ঘরটি ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
আরো পড়ুন – ইউপি নির্বাচনে দলীয় তালিকা প্রেরণে জেলা আ’লীগের সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
এ ঘটনায় মামলা করায় আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে; আমি এখন নিরাপত্তাহীনতায় রয়েছি।
নজরুলের বয়স্ক মা কোকিলা বেগম বলেন, নজরুল ছাড়া কোন ছেলেই আমার খোঁজ নেয় না।
গর্ভের সন্তান হয়েও ওরা আমার থাকার ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি মা হয়ে ছেলেদের বিচার চাই।
পুলিশের বক্তব্য –
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে; বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। সম্পাদনা – অলক কুমার