নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে মামলার স্বাক্ষী হওয়ায় বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী ও তার পরিবারকে এক ঘরে করে রাখার প্রতিবাদে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ওই ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।
ওই বীর মুক্তিযোদ্ধা পৌর আওয়ামী লীগের সম্মানিত সদস্য।
আরো পড়ুন – শহীদ স্মৃতি পৌর উদ্যানে গাছ কাটার প্রতিবাদে ফুঁসে উঠেছে পৌরবাসী
স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলামের মেয়ের জামাতা, মুজিব কলেজ মোড় মসজিদ কমিটির সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক সোহেল রানার বিরুদ্ধে দায়ের করা এক মামলায় ওই বীর মুক্তিযোদ্ধা প্রত্যক্ষদর্শীর স্বাক্ষী দেওয়ার পর থেকে পরিবারিটিকে তারা একঘরে করে রাখা হয়েছে।
ভুক্তভোগী বীরমুক্তিযোদ্ধা তোরাব আলী বক্তব্য –
৯ মাস পূর্বে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এর মেয়ের জামাতা ও মুজিব কলেজ মোড় মসজিদ কমিটির সভাপতি শেখ ফরিদ এবং সাধারণ সম্পাদক সোহেলসহ কয়েকজন স্থানীয় বখাটে হাসিনা আক্তার নামে এক নারীর ঘর ভাংচুর ও নির্যাতন চালায়।
এ ঘটনায় একটি মামলা হয়।
ওই মামলায় পুলিশ সরেজমিনে তদন্তকালে বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী প্রত্যক্ষদর্শীর সাক্ষী দিলে ফরিদ ও তার বাহিনী মিলে তার ও পরিবারের উপর হামলা চালায়।
আরো পড়ুন – শিহাব হত্যা মামলা : সিআইডিতে স্থানান্তরের ৪০ দিন পর নথি হস্তান্তর
পরে ৯৯৯ ফোন করলে থানা পুলিশের সহায়তায় গুরুতর আহত অবস্থায় সখীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
পরে ন্যায় বিচার পাওয়ার আশায় টাঙ্গাইল আদালতে হামলাকারীদের বিরুদ্ধে (সিআর ৪৪২) মামলা করেন ওই মুক্তিযোদ্ধা।
এরপর থেকেই গত নয় মাস ধরে বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী ও তার পরিবারকে একঘরে করে রাখা হয়েছে।
তিনি বলেন, গত কোরবানির ঈদে আমাকে সমাজের গোশতও দেওয়া হয় নাই। এলাকায় কারো সাথে কথা বলতে দেয় না।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মুক্তিযোদ্ধার ভাতা না দিতেন; তাহলে আমাকে পরিবার নিয়ে না খেয়ে মরতে হতো।
মাননীয় এমপি মহোদয়, পৌর মেয়র ও সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বারবার বিচার চেয়েও কোন প্রতিকার পাইনি।
বাধ্য হইয়া আজ আমি পরিবার নিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছি।
আরো পড়ুন – সাংসদ, মেয়রের উপস্থিতিতে সখীপুরে মাতৃভাষা দিবসে হিন্দিগান বাজিয়ে নৃত্য!
অভিযুক্ত শেখ ফরিদের বক্তব্য –
স্থানীয় সংসদ সদস্যের মেয়ের জামাতা ও মুজিব কলেজ মোড় মসজিদ কমিটির সভাপতি শেখ ফরিদ বলেন, ওই বীরমুক্তিযোদ্ধার সকল অভিযোগ মিথ্যা।
তাঁকে একঘরে করে রাখা হয়েছে বিষয়টি সত্য নয়। সমাজের একাধিক ব্যক্তির নামে মিথ্যা মামলা করায় সমাজবাসী তাকে সমাজচ্যুত করেছেন।
পুলিশের বক্তব্য –
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, বিষয়টি পৌর মেয়রকে জানানো হয়েছে।
বিকেলে সমাধানের আশ্বাসে ওই বীর মুক্তিযোদ্ধার অনশন প্রত্যাহার করিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাথে কমান্ডার এম.ও গণিসহ কয়েকজন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।
আরো পড়ুন – টাঙ্গাইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন
পৌর মেয়রের বক্তব্য –
এ বিষয়ে সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন, ওই মুক্তিযোদ্ধা ও তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেই বিষয়টি সমাধান করা হবে। সম্পাদনা – অলক কুমার