সব চলে সব হয়, পরীক্ষা নিতে কিসের ভয়

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের মধ্যে বাজার চালু, গার্মেন্টস-ফ্যাক্টরী, অফিস-আদালত খোলা; চলছে বাণিজ্য মেলা; সব কিছু চললেও শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে।

সব চলে সব হয়, পরীক্ষা নিতে কিসের ভয়। বিশ্ববিদ্যালয়ের হলও খুলে দিতে হবে।

অন্যথায় মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন শিক্ষার্থীরা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সরকারি সা’দত কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।

মানবন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী ফাহাদুল ইসলাম, রিশা হালদার, আরিফুল ইসলাম, তানভীর আহমেদ প্রমুখ।