চলন্ত মাইক্রোবাসে আগুন, প্রাণে রক্ষা পেলো ১৬ যাত্রী

বাসাইল সংবাদদাতা : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসাইল উপজেলার গুল্লাহ’য় হঠাৎ করে একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ-১৪৬৮) আগুন লাগার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গাড়ি থেকে দ্রুত নামতে গিয়ে গাড়ীর ড্রাইভারসহ ১৭ যাত্রী সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছেন সবাই।

মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্লাহ গ্রামের হোটেল আয়াত জান্নতের সামনে এই ঘটনা ঘটে।

গাড়ীর ড্রাইভার নড়াইল জেলার রুখালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রউফ বলেন, ঢাকা থেকে ছেড়ে টাঙ্গাইলের মধুপুরের উদ্দেশ্য যাত্রাকালে ঘটনাস্থলে এলে গাড়ীতে গন্ধ আসে একপর্যায় হঠাৎ আগুন লেগে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. রাসেল মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটির আগুন নেভায়।

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, ধারণা করা হচ্ছে ব্যাটারির থেকে আসা বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুনের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বাসাইল থানার পুলিশের উপ-সহকারী পরিদর্শক আব্দুস ছোবাহান বলেন, বাসে আগুন লেগে যায়; তারাতারি নামতে গিয়ে তাবলীগ জামাতের আমীর সহ অন্যান্যা সাথীরা আহত হয়।

এ ঘটনায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানযটের সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রনে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়। সম্পাদনা – অলক কুমার