৭১ টিভির স্টিকারযুক্ত প্রাইভেটকারে ৬’শ বোতল ফেনসিডিল, আটক ২

নিজস্ব প্রতিবেদক : ৭১ টিভি চ্যানেলের স্টিকার লাগিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে মাদক পরিবহনকালে ছয়শ’ দুই বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১৭ জানুয়ারি) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ঈদগাঁহ মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন, যশোর জেলার বেনাপোল উপজেলার ভবেরবেড় গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে মো. সোহেল রানা (২৮)।

অপরজন ওই জেলারই সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে মো. রিয়াজুল ইসলাম (৪৪)।

দুপুরে র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, গোপন সংবাদের  জানতে পারি, যশোর জেলার বেনাপোল হতে ভূয়া সাংবাদিকতার পরিচয়ে বেসরকারী ৭১ টিভির স্টিকার লাগিয়ে প্রাইভেটকারযোগে মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয়ের জন্য টাঙ্গাইল জেলায় নিয়ে যাওয়া হচ্ছে।

ওই তথ্যের ভিত্তিতে সোমবার সকালে নাগরপুর উপজেলার সহবতপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি প্রাইভেট করাসহ দুইজনকে আটক করা হয়েছে।

এ সময় তল্লাশী চালিয়ে ৬০২ বোতল ফেনসিডিল,২টি মোবাইল, ২টি সিম কার্ডসহ নগদ তিন হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আসামীরা বহুদিন ধরে সাংবাদিক পরিচয়ে ফেনসিডিল ব্যবসা করে আসছে।

জব্দকৃত মাদকের চালান তারা টাঙ্গাইলে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে এসেছিল।

আটককৃত মাদক কারবারিরা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলার জন্য টিভি চ্যানেল, সাংবাদিকতার পরিচয় দিয়ে রাস্তায় চলাচল করত।

আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৪ (গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদনা – অলক কুমার