অতিরিক্ত যাত্রীর চাপে পঞ্চগড় এক্সপ্রেস ক্ষতিগ্রস্ত, মেরামত শেষে রওনা

পঞ্চগড় এক্সপ্রেস

ভূঞাপুর প্রতিবেদক : টাঙ্গাইলে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন অতিরিক্ত যাত্রীর চাপে ক্ষতিগ্রস্ত হয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে আটকা পড়েছিল।

এতে চরম ভোগান্তিতে পড়েছে ট্রেনের যাত্রীরা। ঈদকে কেন্দ্র করে ট্রেনে যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় এই ঘটনা ঘটে।

শুক্রবার (৮ জুলাই) সকাল ৫টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু রেলস্টেশন মাষ্টার (বুকিং) রেজাউল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি অতিরিক্ত যাত্রীর চাপে কয়েকটি বগির চাকার স্পিং ভেঙে যায়।

আরো পড়ুন – হত্যাকারী আইনের আওতায় আসবে কি? শঙ্কায় নিহত শিহাবের পরিবার

সকাল ৫টা ৪৫ মিনিটে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে আসে। এতে ট্রেনটি সেতু পার হওয়ার উপযোগী না হওয়ায় রেলস্টেশনে এর মেরামত কাজ শুরু হয়।

ট্রেনের পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়। বগিগুলোর মেরামত কাজ শেষে ট্রেনটি বেলা ১১টা ৪৫ মিনিটে পঞ্চগড়ে উদ্যেশে ছেড়ে গেছে। সম্পাদনা – অলক কুমার