নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে সংস্থাটির ফাউন্ডেশন অফিসের সম্মেলন কক্ষে কার্যনির্বাহী পর্ষদের সভাপতি মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাধারণ পর্ষদের সম্মানিত সদস্যগণ, সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ও কর্মীবৃন্দ অংশ গ্রহণ করেন।
আরো পড়ুন – বিন্দুবাসিনী’র সীমানা প্রাচীর অপসারণ বন্ধের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ
সভা পরিচালনা করেন এসএসএস-এর নির্বাহী পরিচালক ও কার্যনির্বাহী পর্ষদের সদস্য সচিব আব্দুল হামিদ ভূইয়া।
সভার কর্মসূচী –
সভায় ২০২১-২২ অর্থবছরের সাধারণ সভার কার্যবিবরণী, আর্থিক প্রতিবেদন ও বার্ষিক প্রতিবেদন এবং ২০২২-২৩ অর্থবছরের কর্মপরিকল্পনা ও বাজেট উপস্থাপন করা হয়।
২০২২-২৩ অর্থবছরের বিভিন্ন খাতের জন্য সর্বমোট ১২,৪৭৩.৬৬ কোটি টাকার বাজেট সভায় অনুমোদন লাভ করে।
একই সঙ্গে সংস্থার চলমান কার্যক্রমের অগ্রগতি ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পায়।
নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী, সংস্থার বর্তমান কার্যনির্বাহী পর্ষদের মেয়াদকাল শেষ হওয়ায় নতুন কার্যনির্বাহী পর্ষদ-গঠনে নির্বাচন পরিচালনা করা হয়।
পেইটিতে লাইক দিয়ে সাথে থাকুন – https://www.facebook.com/JournalistAlokKumar
যথোচিত নির্বাচনী আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে জনাব মুর্শেদ আলম সরকারকে সভাপতি নির্বাচিত করে ৯ সদস্য-বিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদ-গঠন করা হয়।
নব-গঠিত এই পর্ষদ আগামী (০১ সেপ্টেম্বর ২০২২ হতে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত) তিন বছরের জন্য বলবৎ থাকবে।
উল্লেখ্য, এসএসএস জাতীয়-পর্যায়ের নেতৃস্থানীয় অন্যতম প্রধান বেসরকারি উন্নয়ন সংস্থা।
বর্তমানে সংস্থাটি দেশের ৪২টি জেলায় ৫৫১টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।
আরো পড়ুন – হাজতখানায় রশি এলো কোথা থেকে?
বর্তমানে সংস্থা আর্থিক পরিষেবা, শিক্ষা ও শিশু উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টিসেবা, কৃষি-মৎস্য-প্রাণিসম্পদ উন্নয়ন, প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন, দুর্যোগ-ত্রাণ-পুনর্বাসন কার্যক্রমসহ আরও বেশকিছু উন্নয়ন ও জনবান্ধব কার্যক্রম তৃণমূল-স্তরে বাস্তবায়ন করে যাচ্ছে। সম্পাদনা – অলক কুমার