ভূঞাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মাছ ধরার অপরাধে ১৪ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় জেলেদের কাছ থেকে উদ্ধার করা এক লাখ মিটার কারেন্ট জাল পোড়ানো হয়।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলার গোবিন্দাসী, নিকরাইল, গাবসারা ও অর্জুনা ইউনিয়নের যমুনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ ও জালসহ তাদের আটক করা হয়।
আরো পড়ুন – ভাসানীতে শিক্ষার্থী ছাড়াই বিশ্ববিদ্যালয় দিবস পালিত
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- শহীদ, শাহআলম, আব্দুল হাকিম, আলিমুদ্দিন, সাইফুল, হযরত আলী, সাইফুল, আলমগীর, জসিম, মুঞ্জর আলী, সুরুজ্জামান, মজিদ, আব্দুল্লাহ ও কামরুল।
দণ্ডপ্রাপ্ত সকলেই ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের বাসিন্দা।
ভূঞাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য্য জানান, সরকারি নির্দেশ অমান্য করে জেলেরা যমুনা নদীতে মা ইলিশ ধরছিলেন।
আরো পড়ুন – হাজতখানায় রশি এলো কোথা থেকে?
খবর পেয়ে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে অর্থদণ্ড ও জাল পোড়ানো হয়।
সেই সাথে উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে। সম্পাদনা – অলক কুমার