নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাগরপুর প্রতিনিধি : “দূর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্য ব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেন।

আরো পড়ুন – গেটম্যানের দাবিতে ট্রেন থামিয়ে টাঙ্গাইলে মানববন্ধন

র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক, নাগরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ও সিভিল ডিফেন্সের মো. মেহেদী হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।

আরো পড়ুন – হাজতখানায় রশি এলো কোথা থেকে?

আলোচনা শেষে নাগরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ও সিভিল ডিফেন্সের মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা চত্বরে দুর্যোগ প্রশমন ও অগ্নিনির্বাপনে ফায়ার সার্ভিসের কর্মকান্ড সমুহ প্রদর্শন করা হয়। সম্পাদনা – অলক কুমার