দেলদুয়ার সংবাদদাতা : টাঙ্গাইলের দেলদুয়ারে পাগলা মহিষের আক্রমনে এক নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় মহিষের মালিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (২২ জানুয়ারি) উপজেলার লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম হাজেরা বেগম (৫০)। তিনি ইউনিয়নের তারুটিয়া গ্রামের আজগর আলীর স্ত্রী।
আরো পড়ুন – প্রধানমন্ত্রীর প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর নির্দেশ অমান্য, ফসলি জমি কেটে রাস্তা তৈরি
আহতদের টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, সকাল থেকে লাউহাটি ইউনিয়নের বারপাখিয়া গ্রামের শরিফ মিয়ার একটি পাগলা মহিষ তারুটিয়া গ্রামে জনসাধারণের উপর আক্রমন করে।
এসময় মহিষটির আক্রমনের শিকার হয়ে অন্তত ১১ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে বিকেলে তিনটার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা ও স্থানীয়দের সহযোগিতায় মহিষটিকে মরে ফেলা হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া জানান, খবর পেয়ে ঢাকা থেকে অজ্ঞানকারক দল এসেছিলো।
আরো পড়ুন – কালিহাতীতে অনৈতিক কার্যকলাপের অভিযোগে শিক্ষককে বরখাস্ত
তার আগেই স্থানীয়রা মহিষটিকে মেরে ফেলেছে। সম্পাদনা – অলক কুমার