সারা বিশ্বব্যাপী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে গৃহবন্দী হয়ে যাওয়া হতদরিদ্র অসহায় দিনমজুর, বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ও খেটে খাওয়া কর্মহীন ৬ শতাধিক পরিবারের মাঝে ঘাটাইল উপজেলা বিএনপির উদ্দ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তরুণ সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ শামীম মিয়ার ব্যক্তিগত অর্থায়নে ১ নং দেউলাবাড়ি ইউনিয়নের ৩০টি ও ২ নং ঘাটাইল ইউনিয়নের ১৯টি গ্রামের দরিদ্র মানুষের মাঝে শুক্রবার (১০ এপ্রিল) দিনব্যাপী এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
প্রতিজনের জন্য বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল দশ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি সয়াবিন তৈল, দুই কেজি পিয়াজ, এক কেজি লবন, সাবান সহ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু সামগ্রী।
এ সময় প্রতিটি পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার সময় উপস্থিত ছিলেন ১ নং দেউলাবাড়ি ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, দেউলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান, ২ নং ঘাটাইল ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাবলু প্রমুখ।
তরুণ সমাজ সেবক শামীম মিয়া বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ দেশের অসহায়, দরিদ্র ও গণ মানুষের দল। দেশের ক্রান্তি লগ্নে বিএনপি অতীতেও যেভাবে মানুষের পাশে ছিল, সবসময় এখনো পাশে আছে এবং থাকবে। আমাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে সকলের হাতেই আমরা এই খাদ্য সহায়তা পৌঁছে দেব।