নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দেড় বছর আগে।
২০২২ সালের ১৫ জুন সম্মেলন শেষে মোজাহারুল ইসলাম ঠান্ডুকে সভাপতি, আনোয়ার হোসেন মোল্লাকে সাধারণ সম্পাদক ও এম এ মালেক ভূঁইয়াকে ১ নং সহ-সভাপতি ঘোষনা করা হয়।
গত বছর ৮ আগস্ট উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি জেলা আওয়ামী লীগ অনুমোদন দিয়েছে।
কিন্তু অজ্ঞাত কারণে সেই কমিটির প্রকাশ করা হচ্ছে না।
আরো পড়ুন – মানুষের বিশ্বাস, আস্থা ও ভরসায় বিজয়ী হয়েছেন ছানোয়ার
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের স্বাক্ষরে অনুমোদিত কালিহাতী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির কপি খবরবাংলা২৪.কমের হাতে এসেছে।
পূর্ণাঙ্গ সেই কমিটিতে যারা স্থান পেয়েছেন –
সভাপতি – বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি – এম এ মালেক ভূঁইয়া, মো. আনসার আলী, মো. আখতারুজ্জামান, মোহাম্মদ নূর-এ আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজিজুর রহমান তোতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম মিয়া, এবিএম নূরুল আলম খসরু, মো. মাসুদ তালুকদার।
সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুন্নবী সরকার, মো. আসলাম সিদ্দিকী ভূট্টো, মো. শরিফ আহম্মেদ রাজু।
আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাদের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. রাশেদুর রহমান বাবু, দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মিনহাজ উদ্দিন মিঞ্জু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক বাবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আব্দুল জলিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রায়হান তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. ফাতেমা খাতুন বৃষ্টি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান মজনু, যুব ও ক্রীড়া সম্পাদক অজয় কুমার দে সরকার লিটন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মুহাম্মদ নাজমুল করিম, শ্রম সম্পাদক মো. আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল আলীম মিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. নুরন্নবী সিদ্দিকী।
আরো পড়ুন – সমর্থকদের মুক্তির দাবিতে লতিফ সিদ্দিকীর থানা ঘেরাও
সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রামাণিক, মো. মনিরুজ্জামান মনির ও খন্দকার আব্দুল মাতিন।
সহ-দপ্তর মিজানুর রহমান রুবেল, সহ-প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান তুহিন, কোষাধক্ষ আরিফুজ্জামান খান জাহিদ।
সদস্য হয়েছেন যারা –
সদস্য – মো. হাসান ইমাম খান সোহেল হাজারী, মো. আবু নাসের, আলহাজ্ব মো. জাকির হোসেন, মো. হায়দার আলী মাস্টার, শাহাদত হোসেন মকবুল চৌধুরী, মো. লিয়াকত আলী তালুকদার, মো. ওমর শরীফ, আবুল ফজল, আবু মো. জিন্নাহ, হাসানুজ্জামান তালুকদার রঞ্জু, বাবুল ঘোষ, অ্যাডভোকেট আলম মিয়া, মো. আব্দুল আজিজ মন্ডল, মো. আরিফুল ইসলাম তালুকদার, রীনা পারভীন, বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন সিকদার মুছা, ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম বিপ্লব, মো. নূরুল ইসলাম চেয়ারম্যান, আব্দুল হাই আকন্দ (ছোট), মো. আরিফুল ইসলম, মো. খাইরুল ইসলাম খায়ের, মো. মোফাখ্খারুল ইসলাম, মো. আরিফুল ইসলমা লিটন, সুকুমার ঘোষ, মো. জিন্নাহ মিয়া, এস এম কামরুজ্জামান, মো. শফিকুল ইসলাম শফি, মো. সেলিম মিয়া, মো. মশিউর রহমান সিদ্দিকী তুহিন, মো. শামছুল আলম, মো. রিফাত তালুকদার, মো. রায়হান খান রুনু, মো. শাহেদ উদ্দিন, মো. আল মামুন ও মির্জা হেলাল।
আরো পড়ুন – টাঙ্গাইলে দলীয় অফিস দুধ দিয়ে ধুয়ে পূণঃনির্বাচিত এমপির ছবি লাগালেন আ’লীগ নেতা
নেতাদের বক্তব্য –
তবে কি কারণে এই কমিটি আলোর মুখ দেখেনি তা জানার চেষ্টা করে খবরবাংলা২৪.কম।
এবিষয় কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা বলেন, কমিটি আমরা জমা দিয়ে রাখছিলাম। তবে আমাকে বলা হয়েছে নির্বাচনের পরে বসে করে দিবেন। কিন্তু অনুমোদিত হয়েছে কিনা আমার জানা নাই বা আমাদের কাছে দেয় নাই।
১ নং সহ-সভাপতি এম এ মালেক ভূঁইয়া বলেন, কমিটি অনুমোদন হয়েছে কিনা আমার জানা নাই।
এ বিষয়ে জানতে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম ঠান্ডু জানান, এই সম্পূর্ণ ফেক একটা বিষয়। আমাদের কমিটি এখনো অনুমোদন হয়নি।
তবে এবিষয়ে জানতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এর সাথে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।