নাগরপুর প্রতিনিধি : প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলা বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ও ইউএনও’র কার্যালয়ে দাবি পেশ করেছে ধলেশ্বরী উপজেলা বাস্তবায়ন কমিটি।
মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের হাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ২টি দেলদুয়ার উপজেলার ২টি ও নাগরপুর উপজেলার ২টি সহ মোট ৬টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলার দাবি পেশ করা হয়।
পরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধনে বক্তারা দক্ষিণ টাঙ্গাইলের অবহেলিত ও বঞ্চিত ৬টি ইউনিয়ন মোকনা, পাকুটিয়া, আনাইতারা, ফাজিলহাটী, লাউহাটী ও বানাইল ইউনিয়ন নিয়ে এই উপজেলার তৈরির প্রস্তাব করা হয়েছে।
এ অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই ধলেশ্বরী নামে একটি পৃথক উপজেলা গঠনের দাবি জানান এই এলাকাবাসী।
এসময় বক্তব্য রাখেন, ধলেশ্বরী উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি সহ: অধ্যাপক মো. শিবলী সাদিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, মো. আ. করিম, মোকনা ইউপি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান।
জেলা ১৪ দলের অন্যতম নেতা মাশুকুল হক মুরাদ, খন্দকার হুমায়ন আহমেদ, প্রভাষক মো. আক্তার হোসেন, মো. নজরুল ইসলাম প্রমুখ।