নাগরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২০ পালিত হয়েছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার ও শিশুর সঙ্গে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে”।

দিবসটি উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নাগরপুর উপজেলা প্রশাসন নিজস্ব হল রুমে এক আলোচনা সভার আয়োজন করে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারী কমিনার (ভূমি) তারিন মসরুর।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, ভাইস চেয়ারম্যান (মহিলা) ছামিনা বেগম শিপ্রা, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সৌরভ তালুকদার প্রমুখ।

সভায় বক্তরা মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য কেথে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বদ্ধে কার্যকর ভূমিকা পালন সম্পর্কে আলোচনা করেন।

এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী সংগঠনের সদস্যরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।