মধুপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন- ব্র্যাক প্রবাস ফেরত বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা ও তার পরিবার সংশ্লিষ্টদের অর্থ বিষয়ক শিক্ষা তথা রেমিটেন্স ব্যবস্থাপনা নিয়ে দুই দিনের প্রশিক্ষণ দিয়েছে।
মঙ্গল ও বুধবার (২৯-৩০ সেপ্টেম্বর) ব্র্যাক মধুপুরের লার্নিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রবাস ফেরত অভিবাসী ও তার পরিবারের সদস্যরা অংশ নেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এ কর্মসূচির আয়োজন করে।
অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়ক মো. মেহেদী হাসান, মাঠ সংগঠক শাহিনা আক্তার ও তৃষ্ণা দাস।
সহযোগিতা করেছেন দক্ষতা উন্নয়ন কর্মসূচির আব্দুল্লাহ আল মামুন, মাঠ সংগঠক হারুন অর রশীদ।
প্রশিক্ষণে আর্থিক সক্ষমতা, প্রবাসে থাকাকালীন অর্জিত রেমিটেন্স ব্যবস্থাপনা, ব্যবসায় বিনিয়োগ এবং সঞ্চয় সংক্রান্ত কৌশল নিয়ে প্রদান করা হয়।
প্রশিক্ষণে মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এমএ করিম উপস্থিত ছিলেন।
এসময় তিনি অংশগ্রহণকারীদের বর্তমান অবস্থার খোঁজ খবর নেন।
পরে প্রশিক্ষাণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। সম্পাদনা – অলক কুমার