করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইলের সাবেক ডিসি’র মৃত্যু; জেলা প্রশাসকের শোক

টাঙ্গাইলের সাবেক ডিসি ও সাবেক সচিব বজলুল করিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

গত ২২ মে থেকে তিনি মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে গত ২৩ মে তাকে আইসিইউতে (ICU) নেওয়া হয়। ৩১ মে তার শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় ভেন্টিলেটর দেওয়া হয়। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে রোববার সকাল সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টাঙ্গাইলের সাবেক ডিসি ও সাবেক সচিব বজলুল করিম চৌধুরীর মৃত্যুতে টাঙ্গাইলের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোক বার্তায় বলেন, ৮৫ ব্যাচের বিসিএস ক্যাডারের কর্মকর্তা ছিলেন বজলুল করিম চৌধুরী।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোশিয়েশনের টাঙ্গাইল শাখার কর্মকর্তারাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এসময় তিনি তার রূহের মাগফেরাত কামনা করেছেন।

অপরদিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এক শোক বার্তায় তার রূহের মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।