নাগরপুর প্রতিনিধি : কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে ৩য় দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ১১-১৬ গ্রেডের কর্মচারীরা এ অবস্থান কর্মসূচী পালন করেন।
কর্মবিরতি চলাকালে বক্তব্য প্রদান করেন নাগরপুর ইউএনও অফিসের গোপনীয় সহকারী (সিএ) মো. মনিরুজ্জামান, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী প্রদীপ কুমার সূত্রধর প্রমুখ।
পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে রবিবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করে উপজেলা পরিষদ চত্বরে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তারা এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করবে।
তাদের দাবি, সচিবালয়ের ন্যায় পদ-পদবি পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণ।
এদিকে উপজেলার গুরুত্বপূর্ণ দুই অফিসের কর্মচারীরা কর্মবিরতি শুরু করায় সাধারণ জনগণ সেবা নিতে চরম ভোগান্তিতে পড়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের সহকারী কর্মচারী বৃন্ধ। সম্পাদনা – অলক কুমার