টাঙ্গাইলের মির্জাপুরে বাগজান খাল খনন উপ-প্রকল্পের ত্রিপক্ষীয় বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগজান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) ও স্থানীয় সরকারের পক্ষে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়ে) এ খাল খনন কাজ বাস্তবায়ন হবে।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মো.আজহারুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক তত্বাবধায়ক প্রকৌশলী মশিউর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর টাঙ্গাইল জেলার নির্বাহী প্রকৌশলী মো. গোলাম আজম, কোয়ালিটি কন্টোলার ইনিঞ্জিয়ার আব্দুর রউফ, মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, সিনিয়র কনসালটেন্ট (আইডিএস) জয়নাল আবেদীন, জাপানী উন্নয়ন সংস্থার (জাইকা) প্রতিনিধি মার্টসুয়াকা প্রমুখ।
বাগজান খালের উৎপত্তিস্থল লৌহজং নদীর সংযোগ হতে সিংজুরী ব্রিজ পর্যন্ত ৩.৩ কিলোমিটার দৈর্ঘ্য এই খাল খননে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৩ লাখ টাকা। জাপানী উন্নয়ন সংস্থা (জাইকা) এ কাজে অর্থায়ন করবেন বলে চেয়ারম্যান আজহারুল ইসলাম জানিয়েছেন।