নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে “বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবন” নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।
রোববার (১০ এপ্রিল) সকালে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন স্থানে (হেলিপ্যাড) বঙ্গবন্ধু আইসিটি সেন্টারের দু’তলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান; উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির; ভারড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার; নাগরপুর সদরের সাবেক চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি; উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান; উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রমুখ।
এছাড়াও উপজেলার, ঠিকাদার ও ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার