
কালিহাতী প্রতিনিধি : আসন্ন কালিহাতী উপজেলা পৌরসভা নির্বাচনে ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (১৭ জানুয়ারী) বিকেলে উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
সহকারী রিটার্নিং অফিসার তাসমিন জাহান জানান, রোববার বিকেল পর্যন্ত মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিল পদে ৩৬ জন মনোনয়ন জমা দেন।
মেয়র পদে মনোনয়ন পত্র জমাদানকারীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ নূরন্নবী; বিএনপি সমর্থিত প্রার্থী আলী আকবর; বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী জামিল আল মামুন; স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন খালিদ; হাসান হাসনাত ও আনোয়ারুল হক বাবুল।
সূত্রমতে, গত (৩ জানুয়ারী) নির্বাচন কমিশন তফসিল ঘোষণা অনুযায়ী এ নির্বাচনে (১৭ জানুয়ারী) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল।
এছাড়াও আগামী ১৯ জানুয়ারী মনোনয়নপত্র বাছাই; ২৬ জানুয়ারী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন; ২৭ জানুয়ারী প্রতীক বরাদ্দ এবং ১৪ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কালিহাতী পৌরসভায় ২৮ হাজার ৬৫৫ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ১৬ জন এবং মহিলা ভোটার ১৪ হাজার ৬৩৯ জন। সম্পাদনা – অলক কুমার











