কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ৩২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে উপজেলার চারান বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আরো পড়ুন – ভূঞাপুরে বালুর ঘাটকে কেন্দ্র করে সংঘর্ষ; আহত অর্ধশতাধিক
এসময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসানের কার্যালয় সূত্র জানা যায়, চারান বাজারে অভিযান পরিচালনাকালে তিনজন অবৈধ জাল ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা মূল্যের দশ হাজার মিটার চায়না ও ১২ লাখ টাকা মূল্যের ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরো পড়ুন – গ্রাম পুলিশের মুখোমুখি দাঁড়িয়েছে ইউপি চেয়ারম্যান হেকমত শিকদার
এসময় ব্যবসায়ী মো. মজনু মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান জানান, আমাদের এধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে। সম্পাদনা – অলক কুমার